কারে ভেবে বুকের পরম ধন
নিত্য করো দ্বন্দ্ব ঝগড়াঝাটি!
এই যে সুহৃদ শোনো সঁপে মন
ছোট্ট জীবন কচু পাতার পানি।

বাঁধতে পারো তপ্ত ধনে কূল
দল দাপটের মুকুট পরে মাথে,
সত্য জেনো মোহ কাঁচের তুল
কর্ম বিনে কেউ যাবে না সাথে।

উচ্চে রাখো আল্লাহ নবীর নাম
অটল হৃদের প্রার্থনাতে অতি,
টুটলে আড়ে সখ্য প্রীতির গান
মনুষ্য সার পায় কি খাঁটি জ্যোতি!