হঠাৎই সেদিন ডাকে সে আমাকে -
নন্দনকাননে।
তখন পড়ন্ত বেলা,
সুনসান
সমীরণ
পুষ্পের সুবাসও -
রাঙা ফড়িঙের আনাগোনায় নিমগ্ন।
ওখানে শালিক ছিলো,
দুই জোড়া ভাদ্রের কুকুর চক্ষুহীন।
সুদূরে শস্যক্ষেত আশমান অর্ধ-উলঙ্গ।
অন্তিমক্ষণ পর্যন্ত -
নির্দ্বিধায় ছিলাম দু'জন মনুষ্যত্বের স্তুতিতে।
তারপর -
কথা নেই
দেখা নেই
দীর্ঘকাল বাদে এক চিরকুট এলো হাতে
তাতে লেখা -
'একটা মানুষ হতে চাই তোমার আদর্শে!'
করে গেলেন সন্মানিত কবি,
অনেক অনেক শুভকামনা রইল।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
অনেক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা প্রিয় কবি।
"একটা মানুষ হতে চাই তোমার আদর্শে "
শুভেচ্ছা, শুভকামনা অনিঃশেষ কবি।