শুনছো কি তুমি সুনয়না!
======================@@@

উলঙ্গ পাঁজরে দেখে ঘামের দাপট,
স্নিগ্ধ সুধাকরও রচে বিরহের চোট।
ক্ষণিক দরদে মেতে
গুণো কি গো কান পেতে
চিন্তন লেখে না কেন তবে সে’ রচনা?
শুনছো কি তুমি সুনয়না!

নিশুতিতে একা শুনে ডাহুকের গান,
কেন হলো চিত্ত ঝরা ঋক্ষের বাগান!
কাঙ্খিত যে স্বপ্নপুরী
লুটে শ’ শ্বাপদ ঘুরি
আঁধারের রায়ে ওরা পেলে এ প্রেষণা -
শুনছো কি তুমি সুনয়না!

ক্রন্দিত তৃষায় র’লে নীরদের দল,
ওখানে ডাকতে পারে তক্ষকের গল?
না জানি বগির সুর
বাঁশঝাড়ে কতো দূর
বহুকাল হয়নি যা দোঁহে মিলে শোনা-
শুনছো কি তুমি সুনয়না!

বিহগীর ঠোঁটে দেখে আহত মাদল,
নেমেছে আজি এ’ রাতে ব্যথার বাদল।
কেনেই হারালো সুখ?
তালাশে হই উন্মুখ
ভ্রুলতার শিরে গেলে ক্ষীণ জলকণা-
শুনছো কি তুমি সুনয়না!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৭/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন