প্রতিটি স্বপন রূপে বতরের প্রীতি
তেজী বুকে যমুনার ঢল,
মাঠের সবুজ ক্ষেতে গড়া অবয়ব
আসমানী হরা রঙ আঁখিপাতে মেঘের কাজল।
সজীবতা এনে দেয় সাহারারে -
প্রসূত স্বপন সেজে প্রেয়সীর চিঠি
প্রাণেশের ভীরু আবদারে।
সময় পেরিয়ে যায় বিবর্তনে মেতে
ফুটলেও নিতি ফুল ঝরে দিকে দিকে,
ক্ষয়িষ্ণু হৃদের বাঁকে কোন একদিন
গোধূলির রঙ হয় ফিকে।
পাখির বাসার মতো হেন কিছু স্বপনেরও তনু
কিশলয় নব শাখে কতো তার দর,
হারায়ে শীতল ছানি তা' বায়ুর ঘাতে
আপনাতে খুঁজে খুঁজে অবশেষে পায়ই না সে খড়।
সবুজ প্রান্তরে আঁকা রঙিন অবয়ব বিবর্তনের ছাইয়ে বিলীন।
ক্ষয়িষ্ণু গোধূলির অবশেষে জীর্ণ কিশলয় হারায় অস্তিত্ব-গান,
সময়ের প্রবাহে বিধ্বস্ত প্রত্যাশা শূন্যতায় খুঁজে নিরুত্তর আশ্রয়।
মুগ্ধতা সমৃদ্ধ অপরূপ কাব্য নির্মাণ করেছেন শ্রদ্ধেয় কবি। অসাধারণ নির্মাণে শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি। ভাল থাকবেন।
কিছু তার বাকি থাকে কিছু পূর্ণতা পায়,
তবুও আশার স্বপন ভালবাসা খুঁজে,
নিরবে স্বপন বুনে, নতুনের আশায়।
চমৎকার ভাবনার কাব্য, মুগ্ধপাঠ,
শুভেচ্ছা অবিরাম প্রিয় কবি।
ভাল থাকবেন