প্রতিটি স্বপন রূপে বতরের প্রীতি
তেজী বুকে যমুনার ঢল,
মাঠের সবুজ ক্ষেতে গড়া অবয়ব
আসমানী হরা রঙ আঁখিপাতে মেঘের কাজল।
সজীবতা এনে দেয় সাহারারে -
প্রসূত স্বপন সেজে প্রেয়সীর চিঠি
প্রাণেশের ভীরু আবদারে।

সময় পেরিয়ে যায় বিবর্তনে মেতে
ফুটলেও নিতি ফুল ঝরে দিকে দিকে,
ক্ষয়িষ্ণু হৃদের বাঁকে কোন একদিন
গোধূলির রঙ হয় ফিকে।
পাখির বাসার মতো হেন কিছু স্বপনেরও তনু
কিশলয় নব শাখে কতো তার দর,
হারায়ে শীতল ছানি তা' বায়ুর ঘাতে
আপনাতে খুঁজে খুঁজে অবশেষে পায়ই না সে খড়।