সখ্যতার প্রাণ (শায়েরী)
============================@@@
বায়ুর পিরিত গায় না মেখে চললে একা ঢেউ নেচে,
সখ্যতা আর প্রাণ কি রবে একই ডোরে আর বেঁচে!
ফাগুন ভুলে পিউ কুহু কা যাবেই দূরে কাল চলে,
সজীব ভূমও রোজ হবে ক্ষয় সিঁধেল মেঘের কোন্দলে।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন