ভীষণ রাগী ভিটরে শিয়াল
ভাবে পেলে ব্যাঙ,
পুচ্ছ ধরেই ছুঁড়বো দূরে
ভাঙুক দুটো ঠ্যাঙ।
বিচার পেয়ে বলগা হরিণ
সাঁঝে দিলে ডাক,
রাখবো চাঁটি তারও মাথে
লক্ষ্য করে টাক!
আবার ভাবে বাড়লে পিছে
হায়না হনুর শোর?
কই পেলো ব্যাঙ পুচ্ছ কবে!
তবু দেবো দৌড়।