উত্তুরে বাও পেলে লকলকে সিম,
শ্যামলা এ গাঁয়ে ফিরে হেঁটে হেঁটে হিম।
তির তির ডগা কাঁপে দূর্বার অতি,
সকালে ও সাঁঝে বাড়ে কুহেলির গতি।
কাঁথা লেপ শোভা পায় প্রতি ঘর ঘর,
সূর্যটা ভুগে সয় মেঘের আঁচড়।
অবিরাম পাতা ঝরে নাঙা শাখ থেকে,
ছাগ গরু খোঁজে ওম বেখেয়ালে ডেকে।
অদ্ভুত রূপে জাগে সবজির ভূম,
নেয় কেড়ে ভাপা রস আলসেরও ঘুম।
ভুলে যায় সুর গীত ভীতি হারা পাখি,
খোকা-খুকি টানে নাক ছলো ছলো আঁখি।