শীত আসছে
======================@@@

আসছে কি শীত উলুর ঝাড়ে?
ছিঃ বলি কি থুড়ি!
উত্তুরে বাও মাচার তলে
করছে ঘোরাঘুরি।

ক্রোধ ভুলে হিম ভোরের ঘাসে
হাসছে থরে থরে,
সবজি চাষের ঢেউ লেগেছে
কৃষক শ্রমীর ঘরে।

থমকে গেছে খাল বিলের জল
নেই সে’ সবল ধারা,
কই কোথা চিল! হয়তো ওরা
পায়নি পচা নাড়া।

প্রাণ প্রকৃতি বড়ই লাজুক
টানছে পোষাক গায়ে,
যায় আসে ফের মেঘের বেটি
নাইতে উদোম পায়ে।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন