শিল্পী কৃষক চির -
আর কে আছে দক্ষতাতে
এদের মতো হিরো!

শুনেই টানো কান!
শ্যাম এ' ধারা সবুজ চাদর
নয় কি ঘামের দান?

রোজ তো খেলি তুমি আমি
চু কিত কিত কিত,
লক্ষ্য যদি ভিত -
ভাত না পেলে ভুখা উদর
আসবে গলে গীত?

দিতে সতেজ শ্বাস -
প্রকৃতির যা রুক্ষতা ক্রোধ
এরাই করে নাশ!

উর্ধ্বে ছুঁড়ে নোট,
খুলেই দ্যাখো কোট -
ছন্দধারী দম দেহ মন
কৃষক নামের জোট!