সে’দিনের কথা (অণু)
=========================@@@

সে’দিন আসবে বলে গোধূলির আগে
ছিলেম ব্যাকুলে বসে চুপিসারে বকুলের ছায়,
সেই যে শালিক এসে
বলেছিলো অবশেষে
ফিরে গেছো তুমি নাকি মাঝ পথ থেকে
ভীষণ সুদূরে চলা কোন এক বকের মায়ায়!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৫/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন