রিক্ত গোধূলির দেলে
বেলাও ফুরিয়ে গেলে
নামে যতো অন্ধকার
একেকটা যেন ওরা ঘোর গিরিখাত!

স্ব-স্বভাবে জাগে শুধু পাকুড়ের ফাঁকে
নিঃসঙ্গ পঞ্চমীর চাঁদ।