নির্মল প্রশান্তি আছে ট্রয় ভেরোনায়
বলেছিলো ওরা
শুনে বাড়ে গ্রহণের ত্বরা,
অথচ পেলাম সেথা বুকে নিয়ে শোক
ধুলোয় লুটিয়ে থাকে প্রভাতেও অজস্র কোরক।

যে সমুদ্র বলেছিলো -
সবল সতেজ চির সমীরণই বনলতা সেন,
ঊর্মির মন্থনে নিতি তটে জমে তার
ক্লেশিত সফেন।

জ্যোৎস্নার স্বাদে মজে বিনীত চকোর
কখনো করে না পান অন্য কিছু টুটে বিভাবরী,
জানি না কিরূপে বাঁচে তৃষিত গাগরি।

বর্ণিল শান্তির আশে পৃথিবীর দিকে দিকে ঘুরে
বুঝি বসে এই বেলা -
যতোটা শান্তির আলো হলো অপচয়,
থাকলে তা বোধে জমা আজি এ' আকাশে
হয়তো আদিত্য হতো আরেকটা স্বভাবে উদয়।