সেই বাংলার রূপে
===========================@@@
সম্মুখে না পেয়ে আর মোহনীয় সাড়া
ভেবো না এ ঋণ,
জীবনই হারিয়ে গেলো অবশেষে কোন একদিন!
তারপর ক্ষয়ে গেছে চোখ
যেমন ধুলোয় মিশে অকালে কোরক,
হয়তো হৃদের টানে পাশাপাশি চলে
মরমে মরমে সেই বাংলার রূপ -
কিছুকাল দেখেছিনু বলে!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন