শেষে হলো জানা
============================@@@

খুঁজেছি বিনম্র কর হেঁটে দিবা-যামী
ছুটবার তরে নয় -
বিবশ গভীরভাবে হয়েছি যে আমি
স্বাচ্ছন্দে ফেলবো বলে বাকি ক’টা দম
যেমন নিঃশ্বাস ছাড়ে নিশুতিতে এসে
আঁধার পেরিয়ে ট্রেন অবশেষে পেয়ে প্লাটফর্ম।

সহস্র বছর গেলো ঘুরতে এ পথে
পেয়েছি সুহৃদ বহু
জমানো স্বর্ণতে পেয়ে সয়েছিও চৌদ্দ আনা খাদ,
শেষে হলো জানা -
অনেক মিত্রেরই আছে দেহে তেজী বাহু
সময়ই দিয়েছে তবে বিনিময়ে নিয়েছে দু’ কাঁদ।

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন