ছেঁড়া ভীমরতি
====================@@@

যা ভেবে হারাতে চাই
যেচে এক, বেভুলা খাতায়,
চেয়েও পারি না আমি
ঝরাতে তা, রূপকে পাতায়!

পারি না ভাবনাগুলো
বুকে রেখে, করতে যতন,
মেনেই নীরবে লিখি
রোজই বসে, কবির মতোন।

একদিন থেমে যাবে
নিশ্চয়, হৃদয়ের গতি,
তবু ভাবি যদি থাকে
জেগে ক’টা, ছেঁড়া ভীমরতি!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০১/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন