ভাদ্রের চাঁদনি নিশির মতো
প্রেমময় হয়ে উঠলেও সভ্যতার ধারা -
সেই সুন্দর হবে না পৃথিবী!
পুষ্পস্নাত ফাগুনের কুহুতানে
মুখরিত রলেও অনটনহীন জন জীবন -
সেই সুন্দর হবে না পৃথিবী!
নিভৃতের বাড়ন্ত আকাঙ্খা পূরণার্থে
প্রত্যেকে হাতে পেলেও আলাদিনের চেরাগ -
সেই সুন্দর হবে না পৃথিবী!
সর্বাঙ্গে সুন্দর হয়ে উঠবে তখন
সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা
যখন বলতে শিখবে সমগ্র জ্ঞানার্থী
অনায়াসে -
নির্দ্বিধায়!