স্বরবর্ণের ছড়া (শেষ পর্ব)
=======================@@@

ঋ-তে
’ঋণী আমি’ ভাবলে এ বাক চির,
সাজবে না মন মিথ্যা মোহের হিরো!

এ-তে
’এলাহী গো অধম তোমার দাস’
অন্তে বলে যায় ছেড়ে যাক শ্বাস!

ঐ-তে
ঐক্য গড়ে চললে মিলে মিশে,
মান ঈমান পায় সঠিক পথের দিশে!

ও-তে
’ওহীর বাণী কিঞ্চিতও নেই ভুল’
আস্থা থেকে নড়ো না একচুল!

ঔ-তে
ঔষধে শোক রোগ যা সারে আঁচে,
আত্মা মেনো নাম কালেমায় বাঁচে!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
23/03/2024ইং।





@বোরহানুল ইসলাম লিটন