স্বরবর্ণের ছড়া
======================@@@
অ-তে
অযুর পানি সখ্যে করো খোঁজ,
সুস্থ রবে দম দেহ মন রোজ!
আ-তে
আজান ভেসে ডাকলে মধুর স্বরে,
চুপটি বসে ফের থেকো না ঘরে!
ই-তে
ইলাহ বিনে নেই কোন রব আর,
নোয়াও মাথা বিশ্বাসে বার বার!
ঈ-তে
ঈদের খুশি চাইলে মাখি একা,
স্বর্গ কি দেয় চরাচরে দেখা!
উ-তে
উষ্ট্র কি চীজ স্মরণ করো বুঝে,
পাবেই শেষে ঠিক নিজেকে খুঁজে!
ঊ-তে
ঊর্ধ্বপানে দৃষ্টি হলেই স্থির,
কও কে মহান সত্যিকারের বীর!
(প্রথমাংশ)
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
18/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন