রুবাইয়াত-ই-বোরহান (সাফকথা)
=============================@@@
সাধ্য যদি বাদ্য বাজায় জীবন নদীর বাম পাড়ে,
চিত্ত কি আর ভৃত্য হয়ে মারবে চাঁটি ডান ঘাড়ে!
মন্ত্র দিয়ে যন্ত্রটাকে পূত করে দ্যাখ বলবে সে -
’দামড়া সাজি আমরা তো ভাই আত্ম যা সুখ সংহারে!’
=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৪/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন