সাধ্য আছে?
==========================@@@

বটের ছায়ায় জন্ম লভে হরেক চারার প্রাণ -
পরম সুখে মত্ত বলে
ডাকলে কতো মায়ায় গলে
’আয় তোরা সব দেখবি চেয়ে পাক বিধাতার শান!’

বৃদ্ধ মাকে হেলায় দিয়ে গোয়াল ঘরে বাস -
সেই তুমিই আজ ভাবছো যদি
’তার কি হায়াত নিরবধি!’
সাধ্য আছে চিনবে যে কেউ কোনটা সরল শ্বাস?

# গল্প পড়ে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা!
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৭/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন