খয়রা পুঁটির মাথায় চাঁটি শিংকে মেরে ল্যাং,
জল হারা এক বিলে নাচে মুন্ডু হারা চ্যাং।
বাইল্যা ভাবে বেশ তো জবর
চল্ রে দেখি সয় না সবর!
জানলো না এ' সাচ্চা খবর আলসে দু'টি ব্যাঙ।