রুবাইয়াত-ই-বোরহান
(ফেলবে না সাঁই, আজও সখী!
মশক ও  তোরেই ভাবি)
============================@@@

(১) ফেলবে না সাঁই

জীবন যদি হয় কখনো দুখির থালার আধ রুটি,
ক্ষণিক কেঁদে সাধ রোপো না ‘দয়াল আমায় দাও ছুটি!’
তারচে’ অধিক কষ্ট পেয়ে মনটা হলে বাঁধ হারা?
আস্থা রেখো ফেলবে না সাঁই গভীর রাতের হাত দু’টি।


(২) আজ ও সখী!

তুই বিনে প্রাণ সজ্জা হারা রুক্ষ কেশী মেঘের দাস,
ফেলছে দেখে বুকের উপর বন্ধ্যা এ কাল দীর্ঘ শ্বাস।
সা হারা এই পিঞ্জিরাতে ধড়ফড়ে ক্যান প্রাণ পাখি?
ভুল বুঝে কি আজও সখী একলা দেখিস নীল আকাশ!


(৩) মশক

হাসলে বোধে দেয়ই কামড় কাঁদলে ক্রোধে ঠ্যাং তুলে,
জানের ভয়ে ঔষধ ছিটাই চোখ ও মুখের খিল খুলে।
ক্যান কমে না মশক তবু? বংশ দেখি যায় বেড়ে -
হঠাৎ ভাবি দেয় না তো ডিম চুপটি বুকের বাম কূলে!


(৪) তোরেই ভাবি

আকাশ দেখি বড্ড সরস পরে মেঘের ঢেউ গলে,
মান ভুলে সেই হাসছে শশী সবুজ গাছের কুন্তলে।
তোরেই ভাবি একলা বসে আজ সখী তুই নেই পাশে,
ঋক্ষ তারায় নয় বুঝি তাই আমার এ’ চোখ ঝলমলে!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন