রুবাইয়াত-ই-বোরহান
(বুঝবে কে! তার তরে নয় সংশয়,
বুঝলি কি কথা! ও ছাড়লো কে!)
=============================@@@

(১) বুঝবে কে!

সাত সমুদ্দুর ওপার যেয়ে দেখবো বলে আজ তারে,
দিন করে পর গিয়েছিলাম গগন চিলের ফের দ্বারে।
বললো কি সে? হায় পোড়া ভাল বুঝবে কে এই বাক ছেনে!
’একাদশীর চাঁদ যে আমার আটকে আছে বাঁশঝাড়ে!’


(২) তার তরে নয় সংশয়

”লোভ বা মোহের বাঁধন কেটে আত্মটাকে করে জয়,
চিত্ত কি আজ নয়কো আমার আস্থা যেচে তাগড়া হয়!
প্রাণ তবে ক্যান চলছে ভেসে ঢলের টানে তীর ছেড়ে?”
বক্ষে র’লে আল্লাহ নবী তার তরে নয় এ’ সংশয়।


(৩) বুঝলি কি কথা!

এক জনমের স্বপ্ন মেনে সোনার চেয়ে ঢের দামী,
রোজ ভেবেছি তোরে দেব বুকে রেখে আধ আমি।
বাঁচবো দোঁহে টুনির মতো নাচ গানে এক জোড় বেঁধে,
মন সঁপে কি বুঝলি কথা! দুখ করে আজ ভন্ডামী।


(৪) ছাড়লো কে!

মোহের তরে এই যে তুমি করছো মজুদ লোভের মূল,
ভাবছো এ’ ভাঁড় রাখবে কোথা নয় কি কবর সেজদা তুল?
ডাইনে বামে থাকবে যা ফাঁক বলছো ‘আমিই দখলদার!’
মানছি তবে পুণ্য বা পাপ ছাড়লো কে কও ভাগ একচুল?

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন