রুবাইয়াত-ই-বোরহান
===========================@@@

(১) রাখলি কেন!

পরাণ যখন গরান হারা ধু ধু মরুর প্রান্তরে,
আদলা রোদের বাদলা দিনে এলি রে তুই অন্তরে।
সাগর দেখেই আগর জ্বেলে দিবিই যদি ঝাঁপ জলে,
আগল ভাঙা পাগল আমি রাখলি ক্যা সুর যন্তরে!


(২) নিদ্রাহারা আঁখি

দিনের শেষে রাত্রি পেয়ে উঠে আঁধার যেই হাঁকি,
ভাঙা বুকের পিঞ্জিরাতে ধ্যান রত হয় শুক পাখি।
কয় কথা মন তারই সাথে পাল্লা দিয়ে সারাক্ষণ,
চাইলে যে সই পায় না কিছু নিদের ছোঁয়া আর আঁখি।


(৩) ক্যামনে ডাকি

আজও সখী বৃষ্টি পেয়ে সবুজ যা প্রাণ হয় সরস,
হাসেই বাগে জুঁই চামেলি দেখে টুনির রূপ হরষ।
ক্যামনে ডাকি বলতো ‘ও মেঘ কার তরে ওই দীঘল কেশ?’
এই প্রকৃতির দেয় কি আমায় তোর অধরের সেই পরশ!


(৪) আলোর কথা

আলোর দেখা পাই কি সখী মিষ্টি কথার শোরগোলে!
ব্যাকুল আশা রোদন করে আমাজানের জঙ্গলে।
খুঁজলে তারা নীরব রাতে দূর আকাশের নীল দেহে?
ভাঙা বুকে চন্দ্র নাচে মন যে ছুটে মঙ্গলে!

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন