রঙের রঙ
======================@@@

বাড়লে দু’ ঠোঁট রসের ক্ষেতে
আসবে কি সে হার!
বুঝেই বলি সাফ রাখে মন
বিবেচনার ধার।

পোষাক দেখো করতো যে কাল
লজ্জা নিবারণ,
ঢাকতে চরিত আজ যতো তার
রঙের প্রয়োজন।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন