পেয়েই রোজা কৃতজ্ঞতায় তুললো দু' হাত আজ যারা,
সাঁই গো তুমি অমন ডাকে তুষ্ট রয়ে দাও সাড়া!
জমা যা পাপ ক্ষমা করে পূত এ' মাসের উছিলায়,
প্রাণ দাও ওদের আলোকবাহী যেমন রাতের চান তারা!