রাজার বাগে (শিশুতোষ)
===================@@@
রাজার বাগে ঘুরছে যা ছাগ
চক্ষু নাকি কানা,
খবর পেয়েই ছুটলো শিয়াল
সঙ্গে ন’ তার ছানা।
দেখলো কি কও পৌঁছে সেথা?
মস্ত বড় হাতি,
চাল না চেলেই খেলছে লুডো
সেজে গাধার নাতি।
===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন