রোজার কানুন মাথায় রেখে দিনে ভুলে পান খানা,
নয় কে প্রভু অনুগত পাপ ছেড়ে যে চায় পানাহ!
ফিরাইও না তাদের দু' হাত শুকনো গলের ফরিয়াদ,
দ্বীন ভিখারি ভিখ না পেলে ডাকবে কি কেউ 'রাব্বানা'!