পর্দা উঠতেই অবাক চোখে চেয়ে ভাবি আরে,
ক্যামনে নাচে পুতুল দু'টি অন্ধ হাতির ঘাড়ে!
এদিক খুঁজি ওদিক খুঁজি ভীষণ আজব ধাঁধা,
হঠাৎ বুঝি হাত পা ওদের ঢাকে সুতোয় বাঁধা।