প্রভাত এলেই ক্ষণ গুণি
ছোট্ট পাখি টুনটুনি
নয় সে একা সঙ্গে দু'টি ছা,

হেঁসেল ঘরের হেব্বি কাছে
ঢের ডাল অ'লা লিচু গাছে
গান গায় ওরা টুন টুনা টুন তা!