প্রত্যাগমন
=============================@@@

তৃষিত চৈতালী মন খোসা হারা পেঁয়াজের গান
সারা দেহ শুষ্ক হাহাকার,
আশা নেই ভাষা নেই দু’ পায়ের তাল
জানি না কে ডাকে কেন তবু এসে দুয়ারে খাঁচার!
দিনমণি উঠে জেগে হয়তো বা হেন সুরে রোজ
বিবশ শরীরে নুয়ে হলে শেষে আলা-ভোলা যামী।
ভাবি দেখে আমি -

কোথায় বেড়াতে গেছে কাজলার জল
সেখানে কি মাছ আছে ফসলের ঢেউ
কিংবা মাটির নীচে সুপ্ত বীজ শুয়ে লাখো শত?
আবার আসবে জানি সকলেই ফিরে
টুটেই অজস্র মায়া মুছে দিতে এ ভূমের ক্ষত।
হবো আমি স্বভাবে আগত -

সুজলা শ্যামার সাথে সঙ্গোপনে ফিরে এই মাঠে,
ব্যাকুলে রাখবো আঁখি
কাউকে পাবার আশে পাখি ডাকা হিম হিম বাটে!

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন