প্রশ্নটা এক হাতার (ব্যঙ্গ)
বাটারফ্লাই সিনকেইন
======================@@@
মাথার,
চাঁন্দি হলেই
ভীষণ রোদে গরম,
ক্যান দিবে না দোষ যা ক্রোধে
দাতার?
কিংবা র’লে বাম বা ডানে
বগল তলে ছাতার?
প্রশ্নটা এক
হাতার!
চাঁন্দি> চাঁদি> মাথার তালু।
হাতা> হাত।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন