টুকরো কথা -৪৬ (প্রমাণক)
==========================@@@
যেভাবেই বলি না কেন -
সাক্ষী মানেই শালিস
শালিস মানেই রায়,
কখনোই বিচার কার্য সম্পাদন হয় না
সাক্ষী বিনে কোন আদালতে।
কিন্তু বিবেকের কাটগড়ায়?
আকাশে গাঢ় কালো মেঘ জমলে
বলতেই পারো -
হয়তো বৃষ্টির ধারা নামবে অনতিবিলম্বে
নামবেই নয়,
তবে ছাগল ঘন ঘন মুতলে তা দেখে
এমনটা ভাবা নিশ্চয় অনুচিত।
যদি বলো -
এহেন যা কিছু, নয় কি কোন প্রমাণক?
উত্তর দেবো না
শুধু এ’টুকু বলবো -
’ঠিক ঠিক’ দ্বিরুক্তি হলে সঠিক বার্তা বাহক
মনুষ্য পিঞ্জরে এমন ’হৃদ যন্ত্র’ স্থাপন করার
প্রয়োজন মনে করতেন না মহান বিধাতা
বরং সমগ্র পৃথিবীটাই করে দিতেন
টিকটিকির বিচরণ যোগ্য!
মুতলে> প্রস্রাব করলে।
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন