পৃথিবী কোথায় যায় নিশুতিরে ফেলে?
ভুলে গেলো চন্দ্রিমার দায়!
পিছনে দাঁড়িয়ে ভাবে পৃথিবীর পৃথিবী আশায়।
অনেক নক্ষত্র পড়ে লক্ষ্যচ্যুত হয়ে
সংখ্যা কিছুটা জানে আমনের ক্ষেত,
যদিও কখনো তার হেনরূপ নয় অভিপ্রেত।
এখানে গাগরি ভরে বিনোদিনী মেঘ
কেউ বা পানিতে মিশে সঁপে দেহ মন,
লহরি ও স্রোতে পেয়ে নিদ ঝরা ললিত রণন।
কুহেলি হারিয়ে যায় নাকি আসে ফিরে?
তৃণদের শিরে?
কাঙ্ক্ষিত বতর লয়ে কোন এক শতাব্দীর তীরে?
পৃথিবী ঘুরেই খুশি অবিরাম কক্ষপথে রয়ে
কেন ঘুরে, কি কারণে, কে জানে তা হায়!
হয়তো পাবেই দেখা পৃথিবীর এমনই আশায়।