তারপর -
নির্জন ঘুঘুর ডাক সজনের বায়ু
বাঁধলো আমারে যবে ডেকে,
চেয়ে দেখি আবডালে -
শালিক রয়েছে দু'টি অভিমানে বেঁকে।

ভীরু আনচান
অস্ফুট জবান
দেখেছি ষোড়শী ক্ষেত গোধুলির দোল,
হেন তালে কে ছিলো বিভোল?

স্তব্ধ বিভাবরী আর গণ্ড হারা চাঁদ
কেড়ে সে' লগন -
দিলেই পাঁজরে গড়ে মেঘের কানন,
কেউ কি ভুলতে পারে পৃথিবীর মায়া
নিরজনে ফেলে ক্ষীণ দম?
এতো সোজা নয়,
চিন্তনে শ্যামল বাট রলে সদাশয়।