পৃথিবীর ধারা
========================@@@

রুক্ষ পৃথিবীর বুকে নিয়মে বা ফেরে
থেমে গেলে পৃথিবীর গীত,
পৃথিবী যায় না হেরে পৃথিবীরে স্মরে
পৃথিবীর তরে ক্ষয়ে ভিত।

অনেক পৃথিবী আছে পৃথিবীর ধারে
পৃথিবীর না পেয়েও তান,
স্বভাবে পৃথিবী চির পৃথিবীই রয়ে
কক্ষপথে বেঁধেছে জবান।

পৃথিবীরই বাগে ফুটে আশার কোরক,
পৃথিবী দিবস সম পৃথিবীই রাতি
পৃথিবীই সৃজক নাশক।

========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১০/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন