পৃথিবীর বুকে পৃথিবী
===========================@@@

সোনালী চিলের পাখে গেলে দিনমণি
যখন কোমল বায়ু দিবসের প্রখরতা টুটে,
বাঞ্ছিত পৃথিবী খুঁজি পৃথিবীর বুকে
পিয়াসী ছায়ার মতো গোধূলির মেঠো পথে ছুটে।

অস্ফুট বিষাদ দেখে নীলিমার চোখে
ভীষণ গোপনে ভাবি -
নিরোর বাঁশি কে কেন কি কারণে নিয়েছিলো হাতে?
জবাব না পেয়ে ফিরে আশাহত মন
মেঘের পালক বয়ে অবশেষে খোঁড়াতে খোঁড়াতে।

বিধ্বস্ত পৃথিবী যদি কক্ষপথে বসে,
অবাক নয়নে দেখে নক্ষত্রের খেলা
আবার ছুটতে চায় অজান্তেই দ্বিগুণই হরষে।

ওহে পৃথিবীর বুক বলো দেখি স্মরে,
কেনেই রাখতে চাও স্ব-ইচ্ছায় রয়ে
অনেক অপূর্ণ শ্বাস পৃথিবীরই শান্ত ও’ হাপরে?

পৃথিবী হারিয়ে যায়ই পৃথিবীর বুকে
সাগরও হারালে তার সগরবে সাগরের জলে,
হয়তো হতো না কোন পৃথিবীর বুক
প্রাণের বহতা হারা আজীবন র’লেও অনলে।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১১/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন