প্রাণপণ ও আকুল আকুতি (দু’টি কবিতা)
======================@@@
(১) প্রাণপণ
এই দুনিয়া অচিনপুরী
অচিন নদীর ধরে তীর,
পারঘাটাতে চলি হেঁটে
আমরা সবে মুসাফির।
পথেই করি আয় উপার্জন
খরচ করি আগ-পাছে,
ওপার নিবে কারল মাঝি
পয়সা পাবে যার কাছে।
(২) আকুল আকুতি
আর কতো ক্লেশ সইবে আঘাত
হিংসুকের তা ছল!
দাও তো মুছে বানভাসিদের
ভগ্ন হৃদের বল!
থালা বাসন ছাগ গো মহিষ
সাঁতার কাটে ঘর,
ভাবতে পারো ছা হারা বুক
বয় কেমন অন্তর!
কোথায় তুমি সর্বজ্ঞানী
লিখো পরিত্রাণ!
দ্যাখো আজি নয় কি সবে
সমানে সমান!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৯/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন