পঙ্খি দিবেই উড়াল
ডাকলে তারে বিধি -
বক্ষে মেরে কুড়াল
পঙ্খি দিবেই উড়াল!
চিনবে কি আর মুর্যাল,
কার সে ছিলো নিধি?
পঙ্খি দিবেই উড়াল
ডাকলে তারে বিধি!

মুর্যাল> প্রাণহীন দেহ অর্থে।