প্রাণেরই যে প্রিয় সতেজ গোলাপ
প্রাণেরই ভেবে তা মূল,
রোপি এক চারা নির্জন বাগে
এনে গোলাপের কুল।

সকালে নিড়ানি বৈকালে পানি
কতো না যতন সার,
বলবান হলো বেড়ে দিনে দিনে
মননের আবদার।

অবশেষে দ্বারে সেই সুলগন,
কোথা কাঙ্খিত চুম!
ফুটে আছে দেখি স্নাত প্রাত্যুষে
এ' অনিন্দ্য কুসুম।