খাঁচার পাখি দিবেই উড়াল
চুপটি খুলে দোর,
কার লাগি তুই লাফাস মনা
তক্তে যেচে ভোর!

দ্যাখ ভেবে তুই নিরজনে
ক্ষণিক ভুলে শোক,
মাটিই হবে মাটির দেহ
মজ্জা খাবে পোক।
অনড় হলেই চক্ষু দু'টি
রবে কি তোর লোর!
কার লাগি তুই লাফাস মনা
তক্তে যেচে ভোর!

লহুর কাঁদন মায়ার বাঁধন
বুঝবি খোয়েই নাম,
আসা যাওয়া শূন্য হাতে
কার এ' ধরাধাম।
রাখবে কি তোর বুকের পাঁজর
পেয়েই বাগে গোর!
কার লাগি তুই লাফাস মনা
তক্তে যেচে ভোর!