প্রাণের টান (ট্রায়োলেট -৪৩)
===========================@@@

চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান?
দিন রজনী রয় যে আশা শ্যামল আঁচল জুড়ে!
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
খুব ভাবি আজ হৃদয় দোলে কোন বাঁশরির সুরে!
দেয় কে এনে মাটির দোরে শুভ্র সে’ আনচান?
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে!
সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান?

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১১/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন