প্রাণান্তে প্রাণ
======================@@@
আপন কে খাস আমিই বা কার
ভাবলে হৃদয় কও ‘ওরে -
বিদায় দিয়ে খুব বেশী দিন
কেউ রাখে না অন্তরে!
মরেও ক’ যুগ খুব সহজে
সখ্য প্রীতির চাস ভাগা?
হোক তা শখে পথের ধারে
সাধ্যমতো গাছ লাগা!’
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন