রুবাইয়াত-ই-বোরহান (প্রাণপাখির গান)
============================@@@

সবল-অবল থাক যে দেহে এই ভূ-ভবন কার ঘাঁটি!
ঘোর রাতে কার খুঁজিস আয়ু নাঙা শশীর ওঠ চাটি!
নিজের বুকে কান পেতে দ্যাখ গাইছি এ কার প্রাণপাখি -
’মাটি থেকেই জন্ম রে তোর হতেই হবে ফের মাটি!’

============================@@@
পাঁচুপর, আত্রাই, নওগাঁ।
২৬/০৪/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন