পউষের পোটলা
=========================@@@

ঘুম থেকে উঠে দেখি বৈকালে খুলে দ্বার,
চারিদিকে ধুম ধাম আহা এ কি কারবার!
বাঁশি বাজে পোঁহ পোঁহ ডুগি ডুগি টমটম,
ভেদ নেই ছেলে বুড়ো বহুরূপী সমাগম।

সর্পিল মেঠো পথে আরো ধেয়ে কে আসে!
ডাঁশ মাছি মাতোয়ারা জিলাপির সুবাসে।
বারোভাজা পিয়াজুর র’লে কড়া মিঠে চোখ
লাল নীল চশমা কি ছাড়বে রে মস্তক?

চাচা কেন খুব বিজি? বেচছে যে চালতা!
চুড়ি ফিতে এতো কেন টিপ ক্লিপ আলতা?
ঘূর্ণন চরকিতে হিসু করে হায় হায়!
গোল্লার লাল ভাঁড়ে মৌমাছি দোল খায়।

ভাব দ্যাখো বাঁদরের জেদি বুঝি খুব সে?
ধ্যাত্তেরী বেলুনটা ফেটে গেলো চুপসে!
মাছ উড়ে ঘোড়া উড়ে খোকা করে খুঁত খুঁত,
ঢুলি আর ঢোল আজ বোল-তালে অদ্ভুত।

কাঁদে কেন ছোট খুকি আছে নাকি আবদার?
সূর্যটা ঢুলু ঢুলু ভুলে গেছে গান তার।
বট তলে জুয়া নিয়ে তবু তাজা জটলা,
আমি মেলি স্মরে এক পউষের পোটলা।

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/১১/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন