পরমাণু (পাঁচটি)
======================@@@

(১) একাই আশির মান

আত্মার টানে কখনো যে কেউ
অন্তরে দিলে বাস,
দেখবে সে বয় প্রয়োজন কালে
একাই আশির শ্বাস।

(২) আমাদের বাস

বহুদূর থেকে একদিন এসে
বসেছিলে বলে পাশে,
আজও জেগে আছো হৃদয়ের কোণে
ঘুরি আমি দূর বাসে।

(৩) প্রেমের ঘরে হেম

একদা আমারে নিরালায় ডেকে
দিয়েছিলে ঢেলে প্রেম,
মূল্য পায়নি এ’ প্রাণের কাছে
ক্ষণকাল আর হেম।

(৪) আঁধারের শশী

আন্ধার দেখে গগনের বুকে
জাগলে নিশীথে শশী,
নিজেরে বিলাতে ক্ষয়ে ক্ষয়ে মুখ
ভাবে কি কারেও দোষী?

(৫) জানের গান

দেহের বন্দে বইলে ছন্দে
ধমনী বা উপশিরা,
কিছু অঞ্জন টেকসই ধন
হয়ই যা সুতির গিরা!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন