পরম ধন
======================@@@

কাজ করে যাও সারাজীবন
মত বা অভিমতে,
উঠবে ভরে আলমারি দোর
হীরা জহরতে।

কন্যা জায়া ভাই ভগ্নি পুত
থাকলে দরে বাঁচি,
চিত্ত পা বোধ বিরল সুখেই
করবে নাচানাচি।

মাখুক অরি বাম বা মলম
বন্ধু মেনে ঘা’তে,
নয় জেনো ধন মায়ের মতো
কেউ এ দুনিয়াতে।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন