পরিভ্রমণে
======================@@@
মথলে পাবে ধড়ফড়ে মন
নিরজনে দাঁড় করে,
জীবন মানেই সামনে চলা
সখ্য প্রীতির হাত ধরে।
যায় কি টেকা হোঁচট বিনে
পিঠ না পুড়ে কক্ষতে?
ঘাত না পেলে আপনজনের
হয় না হে ঘা বক্ষতে!
কক্ষ> পরিভ্রমণের পথ।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন