ঘুরছে আঁখি
উড়ছে পাখি
নিত্য টুটে ছন্দ সুর,
ছুটছে ধারা
উঠছে চারা
যত্ন হারা সুজনপুর।

জ্বলছে বায়ু
টলছে আয়ু
সত্ত্ব খোয়ে প্রতিদিন,
ফুঁসছে খরা
দূষছে ধরা
বুকেই হয়ে অন্তরীণ।