চলনে বতরে মমতার ধারা
কাঁদনে হাসিতে সৃষ্টির সাড়া
পরহিতে অবিরত -
গুণে-মানে সে যে পল্লী মায়ের মতো!
বাঁধনের টান আস্থার বান দখিনা দুয়ারি ঘরে,
বিটপীর ছায়া পুষ্পের ঘ্রাণে অপরূপ মায়া ঝরে।
পুবাল সমীর ফিরে পেলে পাখি
গীতে আঁকে দুটি ছলছলে আঁখি
ব্যাকুলতা তাতে কতো! -
গুণে- মানে সে যে পল্লী মায়ের মতো!
ফসলের দোলে অবারিত মাঠ বৃষ্টিতে নদী নালা,
বাঁশরির সুরে গোধূলির বাট জুড়ায় বুকের জ্বালা।
আজানের ধ্বনি সন্ধ্যার বাতি
নিবেদনে করে নিতি মাতামাতি
অনুনয় তাতে কতো! -
গুণে-মানে সে যে পল্লী মায়ের মতো!
দারুন আলাপে সুন্দর কবিতা।
রক্তিম শুভেচ্ছা ।
উপস্হপনা করে গেলেন সম্মানিত কবি,
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
পল্লীর সুন্দর গীতিকাব্য।
মন ছুঁয়ে গেল।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় কবি।
ভালো থাকুন অবিরত
মুগ্ধতা রাশি রাশি,
শুভেচ্ছা নিবেন প্রিয় কবি।